মার্চ ২৯, ২০২৪ ৭:১৭ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

যুক্তরাজ্যে বাংলাদেশি দম্পতির সাজা

১ min read

মেয়ের অসম্মতিতে বিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে যুক্তরাজ্যের আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন এক বাংলাদেশি দম্পতি। বিবিসি অনলাইনের খবরে বলা হয়, ১৯ বছর বয়সী মেয়েকে এই দম্পতি বাংলাদেশে নিয়ে আপন চাচাতো ভাইয়ের সঙ্গে জোরপূর্বক বিয়ে দিতে চেয়েছিলেন।

২৯ মে, মঙ্গলবার তিন সপ্তাহের শুনানি শেষে আদালত এই মামলার রায় দেয় এবং আগামী ১৮ জুন এই মামলায় সাজা ঘোষণা করা হবে।

লিডস ক্রাউন কোর্টে শুনানির সময় জানা যায়, ২০১৬ সালের জুলাই মাসে ছুটি কাটানোর কথা বলে মেয়েকে বাংলাদেশে নিয়ে যান এই দম্পতি। সেখানে নিয়ে মেয়েকে চাচতো ভাইয়ের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করেন। রাজি না হওয়ায় মেয়েকে হুমকি-ধমকি দেওয়ার পাশাপাশি মারধরও করেন তারা।

এরপর একপর্যায়ে মেয়েটি যুক্তরাজ্যে থাকা তার ছেলে বন্ধুর মোবাইলে মেসেজ পাঠিয়ে তার বর্তমান অবস্থান ও বিষয়টি জানাতে সক্ষম হয়। তখন ওই বন্ধু ইয়র্কশায়ার পুলিশকে ঘটনাটি অবহিত করে এবং বাংলাদেশ থেকে মেয়েটিকে উদ্ধার করতে সক্ষম হয় ব্রিটিশ কর্তৃপক্ষ।

আদালতের নিষেধাজ্ঞার কারণে মেয়ে ও অভিযুক্ত বাবা-মার নাম পরিচয় প্রকাশ করা হয়নি বলে বিবিসির খবরে বলা হয়।

২০১৪ সালের জুনে যুক্তরাজ্যে জোর করে বিয়ে দেওয়ার বিরুদ্ধে আইন কার্যকর করা হয়। আর মাত্র এক সপ্তাহ আগে পাকিস্তানি বংশোদ্ভূত এক মাকে তার মেয়েকে জোর করে বিয়ে দেওয়ার অভিযোগে সাড়ে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সন্তানকে জোর করে বিয়ে দেওয়ার অভিযোগে কোনো বাবা-মায়ের শাস্তি পাওয়ার ঘটনা এটিই ছিল প্রথম।

Comments

comments

More Stories

১ min read
১ min read
error: Content is protected !!