‘আমরা তো একই জাতি’
১ min read
যুক্তরাষ্ট্রের সঙ্গে মুখোমুখি আলোচনা নিয়ে টানাপোড়েনের মধ্যেই আকস্মিক বৈঠক করেছেন উত্তর ও দক্ষিণ কোরিয়ার নেতারা। ২৬ মে, শনিবার স্থানীয় সময় বেলা ৩টায় দেশ দুটির বেসামরিক গ্রাম পানমুনজামে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এর মাধ্যমে ১৯৫৩ সালের পর দুই কোরিয়ার সবোর্চ্চ নেতারা দ্বিতীয়বারের মতো বৈঠকে মিলিত হলেন। সর্বশেষ গত এপ্রিলে বৈঠক করেছিলেন এ দুই নেতা।
আগামী ১২ জুন, সিঙ্গাপুরে বৈঠক হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার। তবে যুক্তরাষ্ট্র হঠাৎ সেই বৈঠক বাতিল করে।
শনিবারের বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বলেন, ‘আমরা তো একই জাতি। আমরা কেন একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করব?’
এর আগে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চিঠিতে উত্তর কোরিয়ার সঙ্গে অনুষ্ঠেয় বৈঠকটি বাতিলের ঘোষণা দেন। ট্রাম্পের ওই ঘোষণায় হতাশা প্রকাশ করেছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন।
দুই কোরিয়ার মধ্যে সর্বশেষ বৈঠক উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ঐতিহাসিক বৈঠকের পরিস্থিতি ফিরিয়ে আনার অন্যতম পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে।