মার্চ ২৭, ২০২৩ ১০:৫১ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

কাবুলে আত্মঘাতী বিস্ফোরণ

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি ভোটার নিবন্ধন কেন্দ্রে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছেন এক হামলাকারী। রোববারের এ বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত ও ৫৪ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

অপেক্ষাকৃত শান্ত কাবুলে বেশ কয়েক সপ্তাহ পর এ আত্মঘাতী হামলার ঘটনা ঘটলো। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ বলেছেন, ‘পদচারী এক বোমা হামলাকারী ভোটার নিবন্ধন কেন্দ্রের কাছে বিস্ফোরণ ঘটিয়েছে। চলতি বছরে দেশটির জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটারদের নিবন্ধন কার্ড সরবরাহ করা হচ্ছিল।’

কাবুল পুলিশ প্রধানের উপদেষ্টা আশমত স্টানিকজাই বলেছেন, হামলায় কমপক্ষে ৩১ জন নিহত ও আরো ৫৪ জনের বেশি মানুষ আহত হয়েছেন। তবে হতাহতের শঙ্কা বাড়তে পারে।

-আল-জাজিরা।

আরও পড়ুন

error: Content is protected !!