মে ৩০, ২০২৩ ৩:০০ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

ইসরায়েলের আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত ইরান

ইসরায়েলের আগ্রাসন মোকাবিলায় ইরান সম্পূর্ণ প্রস্তুত বলে দাবি করেছেন দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ পরমাণু আলোচক ও উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।

২৪ ফেব্রুয়ারি, শনিবার দেশটির প্রেস টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। খবর পার্সটুডের।

সাক্ষাৎকারে আব্বাস আরাকচি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান সম্পূর্ণ প্রস্তুত। ইরান আকান্ত হলে তেহরান কী প্রতিক্রিয়া দেখাবে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তা ভালো করেই জানে।’

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ছবি: এএফপি

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ছবি: এএফপি

ইরান কারো হুমকি মেনে নেবে না মন্তব্য করে আরাকচি বলেন, ‘আমরা সবাইকে সতর্ক করে দিতে চাই যে, মধ্যপ্রাচ্য নতুন কোনো যুদ্ধ সহ্য করার অবস্থায় নেই। তারপরও যদি ইসরায়েল যুদ্ধের চিন্তা করে তবে আমরা যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছি।’

এর আগে গত সপ্তাহে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে ইরানকে হুমকি দিয়ে বলেন, ‘প্রয়োজনে আমরা শুধু ইরানের মিত্রদের ওপর হামলা করব না, বরং ইরানও হামলার শিকার হবে।’

নেতানিয়াহুর ওই বক্তব্যের পরিপেক্ষিতে ইসরায়েলের উদ্দেশে এ মন্তব্য করলেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন

error: Content is protected !!