এপ্রিল ১৮, ২০২৪ ৮:৫১ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

সমকামী হবার বৈধতা দিলো সুইজারল্যান্ড

১ min read

সমকামী দম্পতিদের পূর্ণবিবাহ এবং দত্তক অধিকার প্রদানের একটি আইন সুইস নাগরিকদের প্রায় দুই-তৃতীয়াংশ দ্বারা গৃহীত হয়েছে। জরিপের রিপোর্টকে ভুল প্রমাণ করে ভোটাররা ভোট দিয়েছেন।

সুইজারল্যান্ডকে বিশ্বব্যাপী ৩০তম দেশ এবং পশ্চিম ইউরোপের শেষ দেশগুলোর মধ্যে একটি পুরুষ-পুরুষ এবং মহিলা-মহিলা দম্পতির নাগরিক বৈবাহিক মর্যাদা প্রসারিত করার পক্ষে রায় দেয় রোববার অনুষ্ঠিত ভোটের ফলাফল।

প্রায় ৬৪.১% ভোটার এ সংস্কার গ্রহণ করেন এবং ২৬ সুইস ক্যান্টনের কেউ এর বিরুদ্ধে আসেননি। ছোট ক্যান্টন অ্যাপেনজেল ইনার রোডেন, যেখানে ৫০.৮% প্রস্তাবের পক্ষে ভোট দেয় তারাই ছিল সবচেয়ে দ্বিধাগ্রস্ত।

সুইজারল্যান্ড সরকার এ ফলাফলকে স্বাগত জানিয়েছে। সুইস আইনমন্ত্রী কারিন কেলার-সুটার বলেছেন, এর অর্থ বর্তমান বৈষম্যের অবসান হলো এবং রাষ্ট্র নাগরিকদের ওপর এমন কিছু চাপিয়ে দেবে না যে, তাদের কীভাবে জীবনযাপন করতে হবে।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!