মে ৩০, ২০২৩ ৪:৫০ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস বলেছেন, সন্ত্রাস নয় বরং বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যকার প্রতিযোগিতাকেই জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছে যুক্তরাষ্ট্র।

নতুন প্রস্তাবিত সামরিক নীতি ঘোষণায় ম্যাটিসের কথায় উঠে আসে চীন ও রাশিয়ার কথা।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, আমাদের যদি কেউ চ্যালেঞ্জ করে তবে সেটা তার জন্য সবচেয়ে খারাপ দিন হবে।

সামরিক খাতে পর্যাপ্ত বাজেটের জন্য কংগ্রেসের প্রতি আহ্বানও জানান তিনি।

চলতি বছরের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা খাতে ১০ শতাংশ ব্যয় বাড়াতে চান। অন্য কোথাও ব্যয় কমিয়ে সেটা পূরণ করার ইচ্ছা ট্রাম্পের।

টুইন টাওয়ারে হামলার পর থেকে প্রায় দুই দশক ধরে যুক্তরাষ্ট্রের সামরিক মনোযোগের কেন্দ্রবিন্দুতে ছিল সন্ত্রাসবাদ। তবে এখন সেখানে পরিবর্তন আসছে। সন্ত্রাস থেকে যুক্তরাষ্ট্রের নজর এখন যাচ্ছে আন্তরাষ্ট্রীয় ক্ষমতার প্রতিযোগিতায়।

শীতল যুদ্ধের সময় থেকেই যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া, পরমাণু শক্তিধর এই তিন দেশই, একে অপরের জন্য হুমকির কারণ হয়েছে।

আরও পড়ুন

error: Content is protected !!