ভারত ও চীনের মধ্যকার প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) অতিক্রম করে লাদাখে ঢুকে পড়া চীনা সেনাকে আটক করার পর ছেড়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
মঙ্গলবার (২০ অক্টোবর) দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়।
আটক ওই সেনা সদস্যের নাম ওয়াং ইয়া লং। তিনি চীনা সেনাবাহিনীতে করপোরাল পদে কর্মরত।
ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, নিয়ম মেনে প্রটোকল অনুযায়ী চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ওই সদস্যকে ফেরত পাঠানো হয়েছে।
এর আগে সোমবার (১৯ অক্টোবর) লাদাখের চুমার-ডেমচক এলাকা থেকে তাকে আটক করা হয়।
গত জুন মাসে পূর্ব লাদাখে ভারত-চীন প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর গলওয়ান অঞ্চলে দুই দেশের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। তাতে ভারতের ২০ জন জওয়ান নিহত হন। আহতের সংখ্যা ১০০ ছুঁই ছুঁই। চীনেরও বহু হতাহত হলেও তারা তা স্বীকার করেনি। সেই থেকে সীমান্ত উত্তেজনা অব্যাহত।
আরো পড়ুন
বিক্ষোভে উত্তাল মিয়ানমার, পুলিশের গুলিতে নিহত ১৮
প্রেমের কথা ‘স্বীকার’ করলেন স্বস্তিকা
কঙ্গোতে সন্ত্রাসী হামলা, ইতালির রাষ্ট্রদূত নিহত