নিউইয়র্কে নতুন করে আংশিক লকডাউন আরোপ
১ min read
করোনা পরিস্থিতি বাড়তে থাকায় নিউইয়র্কে দ্রুত সময়ের মধ্যে নতুন করে লকডাউন আরোপ করেছে রাজ্য সরকার। নতুন এ লকডাউনে স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার পাশাপাশি ধর্মীয় উপস্যনালয়েও উপস্থিতির সংখ্যা একদম কমিয়ে আনার পরিকল্পনা থাকায় নাগরিগদের মধ্যে নতুন তরে সংশয় ও চিন্তা করাজ করছে। খবর নিউ ইয়র্ক টাইমসের।
ঝূঁকিপূর্ণ এলাকা নির্ধারণ করতে কাজ শুরু করেছে শহর কর্তৃপক্ষ। অনলাইন ম্যোপের মাধ্যমে শহরের মানুষ কোন এরিয়েতে আছে সেটা জানতে পারবে। তবে ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে রিট করেছে দুটি গির্জা কর্তৃপক্ষ। তাছাড়া স্কুল বন্ধ না করতে রাস্তায় প্রতিবাদ করেছে অভিভাবকরা।
উল্লেখ্য, শহরের ১৫১টি স্থানকে রেড ও অরেঞ্জ তালিকাভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার থেকে কিছু স্থানে আংশিক লকডাউন শুরু হয়েছে।