এপ্রিল ১৯, ২০২৪ ৭:৫২ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

‘দহন’ এ ‘হাজীর বিরিয়ানি’ নিয়ে আলোচনায় সিয়াম

১ min read

‘হাজীর বিরিয়ানি/ মালে ঢাল পানি/ গাজা দে রে টানি/ চড়বে নেশা, জমবে খেল/…. মাতাল হয়ে হিসু করব দেয়ালে, যা হবার তা হবে কাল সকালে।’ ১৬ অক্টোবর সোমবার ইউটিউবে ‘দহন’ ছবির এমন কথার গানটি প্রকাশের পর আলোচনায় এসেছেন ছবির নায়ক সিয়াম আহমদ।

গানটিতে কণ্ঠ দিয়েছেন কলকাতার শিল্পী আকাশ সেন, আর লেখা সুর ও সংগীত পরিচালনায় কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়ের।

এগানে সিয়ামকে তুলে ধরা হয়েছে মাদকাসক্ত ও বখাটে এক যুবকের চরিত্রে। আর এতে শুধু অভিনয় নয় গানের র‌্যাপ অংশটুকু গেয়েছেন সিয়াম নিজেই। রায়হান রাফীর এটি দ্বিতীয় ছবি। পুরান ঢাকার আদলে তৈরি সেটে দৃশ্যধারণ করা এ গানের শিরোনাম ‘হাজীর বিরিয়ানি’।

সিয়াম বলেন,‘গানটা এখন প্রকাশ করার কিছু কারণ ছিল। যতটুকু ভাবি নাই, তার থেকেও বেশি মানুষ গানটা দেখছে। বেশ কিছুদিন হয়ে গেল আমি ছবিতে কাজ করছি। মনে তো হয় না, আমার কাছ থেকে খারাপ কোয়ালিটির, সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে-এমন কোনো কিছু এখন পর্যন্ত দর্শক পেয়েছে। ভবিষ্যতেও পাবে না।’

‘গানটা প্রকাশের পর কেউ কেউ দেখছি সমালোচনা করছেন। এ ছবির ক্যারেকটারটা আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য এর থেকে এখন বেটার কিছু করার ছিল না। ওপর থেকে পুরো জিনিসটার আপনি যদি একটা পার্ট দেখেন অনেক কিছুই মনে হবে। যখন আপনি জিনিসটাকে ছকে ছকে দেখবেন, ফুল ফিল্ম হিসেবে দেখবেন তখন শেষ দৃশ্য দেখার পর অনেকেই বলবেন যে, এটা দরকার ছিল কি ছিল না।’

‘হাজীর বিরিয়ানি’ গানের দৃশ্যে সিয়াম। ছবি: সংগৃহীত

সিয়াম আরো বলেন, ‘আমাকে মাদক নিয়ে কাজ করতে বলবেন, কুফল দেখাতে বলবেন, মাদক দেশ ও জাতির জন্য ভালো না, সেটা দেখাতে বলবেন। কিন্তু সাথে সাথে এটাও বলবেন, আমি মাদক রিলেটেড একটি ওয়ার্ড কোথাও ব্যবহার করতে পারব না, তাহলে তো প্রবলেম। আমি পারসোনালি মেথড অ্যাক্টিং করি, বিশ্বাসও করি। কতটুকু পারি তা জানি না। তবে চেষ্টা করি। মেথড অ্যাক্টিং করতে হইলে, আমার পুরা ফিল্মের সাবজেক্টিইতো এটা।’

‘হাজীর বিরিয়ানি’ গানের দৃশ্যে সিয়াম। ছবি: সংগৃহীত

‘আমি আমার সাবজেক্ট ফেলে মেথড অ্যাক্টিং কীভাবে করব? আমার চরিত্র ফুটিয়ে তুলতে তো আমার চরিত্রের ওপর ভিত্তি করে যে গান করা হয়েছে সেটা লাগবে। যে উদ্দেশ্যে গানটা ছাড়া হয়েছে সে উদ্দেশ্যটা কিন্তু প্রায় সফল।’

দ্বিতীয়বারের মতো সিয়ামের নায়িকা হিসেবে আছেন পূজা চেরী। আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন মম। তাকে সাংবাদিক হিসেবে দেখা যাবে।

ছবিটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। চলতি বছরের নভেম্বরে ছবিটি মুক্তি পেতে পারে।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!