বিশ্বকাপ ট্রফির আক্ষেপই শুধু নয়, ২৭ বছর ধরে তো ফাইনালেই উঠতে পারে না ইংল্যান্ড। ট্রফির লড়াই পর্যন্ত যাওয়ার আক্ষেপটাই তো ক্রিকেটের জনকদের কাটছিল না। অবশেষে প্রতীক্ষার অবসান হলো।
ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে নাম লেখালো ইংলিশরা। সেটাও আবার দুর্দণ্ড প্রতাপ দেখিয়ে। ১১ জুলাই, বৃহস্পতিবার পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৮ উইকেট আর ১০৭ বল হাতে রেখে হারিয়ে শিরোপা লড়াইয়ের মঞ্চে উঠেছে ইয়ন মরগানের দল।
সেই ১৯৯২ সাল। সর্বশেষ বিশ্বকাপের ফাইনালে খেলেছিল ইংল্যান্ড। সেবার ইমরান খানের পাকিস্তানের কাছে ২২ রানে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ইংলিশদের। তারপর আর ফাইনালেই উঠা হয়নি। আজ (বৃহস্পতিবার) সে আক্ষেপ ঘুচালো ক্রিকেটের জনকরা।
ইংল্যান্ডের জন্য অবশ্য ফাইনাল বরাবরই এক আফসোসের নাম। ১৯৭৯ সালে বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় আসরেই ফাইনালে উঠেছিল ইংলিশরা। কিন্তু তখনকার পরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজের কাছে ৯২ রানে হেরে স্বপ্নভঙ্গ হয়।
তারপর এক আসর বিরতি দিয়ে ১৯৮৭ সালে আবারও ফাইনালে, আবারও স্বপ্নভঙ্গ। চিরপ্রতিদ্বন্দ্বি অস্ট্রেলিয়ার কাছে সেবার ইংলিশরা হেরে গিয়েছিল মাত্র ৭ রানে। তারপর ১৯৯২-তে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানের কাছে হার।
তবে কি এবারই ইতিহাস গড়ে শিরোপা উল্লাসে মাতবেন মরগান-রুট-আর্চাররা? নাকি আরও একবার পুরোনো যন্ত্রণাই বুকের মধ্যে কাঁটা দেবে? উত্তরটা সময়ের হাতেই তোলা থাক!
আজকের ম্যাচ স্কোর:
টস : অস্ট্রেলিয়া এবং ব্যাট করার সিদ্ধান্ত
অস্ট্রেলিয়া : ২২৩/১০, ৪৯ ওভার (স্টিভেন স্মিথ ৮৫, অ্যালেক্স ক্যারে ৪৬, স্টার্ক ২৯, ম্যাক্সওয়েল ২২, ওয়ার্নার ৯; ক্রিস ওকস ৩/২০, আদিল রশিদ ৩/৫৪, আরচার ২/৩২, মার্ক উড ১/৪৫)।
ইংল্যান্ড : ২২৬/২, ৩২.১ ওভার (জেসন রয় ৮৫, জো রুট ৪৯*, মরগ্যান ৪৫*, বেয়ারেস্ট ৩৪; মিচেল স্টার্ক ১/৭০, কামিন্স ১/৩৪)
ফল : ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : ক্রিস ওকস (ইংল্যান্ড)
আরো পড়ুন
টি-টোয়েন্টি ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন তামিম
ইতালিকে হারিয়ে ফিনালিসিমা জিতল আর্জেন্টিনা
না ফেরার দেশে শেন ওয়ার্ন