এপ্রিল ২০, ২০২৪ ৫:২২ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

রোনালদো ছাড়া রিয়াল মাদ্রিদ ‘অনেকটাই বাজে

১ min read

রিয়াল মাদ্রিদ ছেড়ে রোনালদো পাড়ি দিয়েছেন জুভেন্টাসে। তাইতো লা লিগা অনেকটাই বিবর্ণ। নেই মেসি-রোনালদো লড়াইও।  লা লিগায় এখন শুধু মেসির রাজত্ব।

রোনালদো ছাড়া রিয়াল মাদ্রিদ কেমন দল? জানতে চাওয়া হয়েছিল মেসির কাছে। বার্সেলোনার অধিনায়ক যা জানালেন তাতে মন খারাপ হবে রিয়াল ভক্তদের! আর্জেন্টাইন সুপারস্টারের মতে রোনালদো ছাড়া রিয়াল মাদ্রিদ ‘অনেকটাই বাজে’ দল।

নয় মৌসুম রিয়াল মাদ্রিদে কাটানোর পর গত জুলাইয়ে রাশিয়া বিশ্বকাপের পরপরই জুভেন্টাসে নাম লিখান রোনালদো। সর্বকালের সেরা খেলোয়াড়কে ছাড়া লা লিগার মৌসুম দারুণভাবেই শুরু করেছে রিয়াল মাদ্রিদ। প্রথম তিনটি ম্যাচই জিতেছে তারা। কিন্তু মেসির মতে, রিয়াল মাদ্রিদ রোনালদো ছাড়া অনেকটাই ‘কম শক্তিশালী’ দল।

কাতালুনিয়ার রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছেন,‘রিয়াল মাদ্রিদ বিশ্বের অন্যতম সেরা একটি দল। তাদের দলে ভালোমানের খেলোয়াড় আছে। কিন্তু রোনালদোর অনুপস্থিতির কারণে তাদের দলটা কম শক্তিশালী এবং রোনালদো জুভেন্টাসে যোগ দেওয়ায় পরবর্তী চ্যাম্পিয়নস লিগে তারাই ফেভারিট।’

রোনালদো জুভেন্টাসে যোগ দেওয়ায় অবাক হয়েছিলেন মেসি। দীর্ঘদিন পর রোনালদোর ক্লাব ছাড়া নিয়ে মুখ খুলেছেন মেসি,‘আমি সত্যিই অবাক হয়েছিলাম। আমি ভাবতেও পারিনি যে সে মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে নাম লিখাবে। তাকে পেতে অনেক বড় বড় ক্লাব মুখিয়ে ছিল। তাই কিছুটা অবাক হয়েছিলাম। এখন সে ভালো ক্লাবে গিয়েছে।’

৩৩ বছর বয়সি রোনালদো নয় বছর রিয়াল মাদ্রিদে কাটিয়ে জুভেন্টাসে যোগ দিয়েছেন। রিয়াল মাদ্রিদের হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল করেছেন । ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি তারই দখলে। এছাড়া নয় মৌসুমে দুটি লা লিগা, চারটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা, দুটি কোপা দেল রে, দুটি স্প্যানিশ সুপার কাপ, দুটি উয়েফা সুপার কাপ ও তিনটি ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতেছেন।

তুরিনের ক্লাব জুভেন্টাসে চার বছরের চুক্তিতে যোগ দিয়েছেন রোনালদো। প্রতি মৌসুমে ৩০ মিলিয়ন ইউরো আয় করবেন।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!