এপ্রিল ২৬, ২০২৪ ৪:৩৩ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ক্রিকেটে সাফল্যের রহস্য জানালো নিউজিল্যান্ড

১ min read

খুব বেশি তারকার ছড়াছড়ি নেই নিউজিল্যান্ডে। তবে পারফরমার আছে অনেক। প্রয়োজনের সময় জ্বলে ওঠার ক্ষমতা রাখেন যে কেউ। গত কয়েক বছরে নিজেদের তিন ফরম্যাটের সবচেয়ে ভালো দল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন নিজেদের। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল।

তিন ফরম্যাটের আলাদা তিন শ্রেষ্ঠত্বের লড়াইয়েই আছে কিউইরা। এর রহস্যটা কী? কেন উইলিয়মাসন শুরুতে বললেন, ‘আমার মনে হয় একটা উত্তর দেওয়া সম্ভব না।’ এরপর নিজেই বললেন, ‘সাহস থাকা’, ‘স্মার্ট ক্রিকেট’।

উইলিয়ামসন জানালেন তারা খেলেন একে অন্যের জন্য, ‘আমাদের ছড়ানো-ছিটানো পারফরম্যান্স আছে। কিন্তু আমার মনে হয় দিনশেষে আমাদের দলটা একসঙ্গে ও একে অপরের জন্য খেলে। এটা সবসময় একটা যাত্রার মতো। দল হিসেবে আপনাকে সবসময় উন্নতির চেষ্টা করতে হবে।’

ফাইনালের চ্যালেঞ্জটা কেমন? কিউই অধিনায়কের জবাব, ‘চ্যালেঞ্জ থাকবেই এর মধ্যেই চালিয়ে যেতে হবে। তাই আমরা কাল ইতিবাচক কিছুর দিকে তাকিয়ে আছি। তবে হ্যাঁ, এটা আরেকটা ম্যাচ এবং আমরা আরেকটা সুযোগ পেয়েছি খেলার জন্য।’

ডেভেন কনওয়ে ছিটকে গেছেন ব্যাটে ঘুষি মেরে। তার বদলে কে খেলবেন? উইলিয়ামসন বলছেন, ‘আমাদের দলে অভিজ্ঞ ও তরুণদের দারুণ সমন্বয় আছে। যে তরুণ ক্রিকেটাররা এসেছে, তারা বল ছক্কা হাঁকাতে ভালোবাসে। আর খুবই রোমাঞ্চকর প্রতিভা। সেইফার্টের মতো কারও আসাটা দারুণ হবে।’

তবে কনওয়েকেও যে মিস করবে নিউজিল্যান্ড তিনি মনে করিয়ে দিয়েছেন সেটিও, ‘অবশ্যই কনওয়ের না থাকাটা আমাদের জন্য বড় ক্ষতি। আপনারা জানেন তিন ফরম্যাটেই সে আমাদের গুরুত্বপূর্ণ সদস্য। খুবই হতাশাজনক ও পাগলাটে ঘটনা ঘটেছে। কিন্তু আমাদের লক্ষ্যে নজর আছে। সব খেলোয়াড়রা রোমাঞ্চিত কালকের সুযোগটা নেওয়ার জন্য।’

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!