যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব
১ min read
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকার হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
সাকিবের এবারের দেশে ফেরাটা অন্যরকমের। সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞা শেষে দেশে ফিরলেন তিনি।
বিমান বন্দরে সাকিবকে স্বাগত জানাতে এই মধ্যরাতেও বেশ কিছু সমর্থক জড়ো হন। এছাড়া সংবাদমাধ্যমকর্মীরাও সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন।
ঢাকায় ফেরার পর করোনা টেস্ট করার কথা রয়েছে সাকিবের। টেস্টর রিপোর্ট ইতিবাচক আসলে কয়েক দিনের কোয়ারেন্টিন শেষে এরপর অনুশীলনে নামবেন তিনি। এরপর বিসিবি আয়োজিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগে অংশ নেবেন সাকিব।
এর আগে নিষেধাজ্ঞায় থাকাকালীন শ্রীলঙ্কা সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করতে বিকেএসপিতে ব্যক্তিগত অনুশীলনের জন্য দেশে এসেছিলেন নম্বর সেভেন্টি ফাইভ। পরে সিরিজ স্থগিত হওয়ায় আবারো যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে যান সাকিব।