এপ্রিল ১৯, ২০২৪ ১২:৩১ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

হোটেলে আলোকচিত্রী আনোয়ার হোসেনের লাশ উদ্ধার

১ min read

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত আলোকচিত্রী ও সিনেমাটোগ্রাফার আনোয়ার হোসেনের (৭০) লাশ উদ্ধার করা হয়েছে।

১ ডিসেম্বর, শনিবার সকালে পান্থপথের হোটেল ওলিও ড্রিম হেভেনের একটি রুমের দরজা ভেঙে আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ।

তার সহকর্মী ও অনুসারীরা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আনোয়ার হোসেনের মৃত্যু হয়েছে।  

আলোকচিত্রীর ওপর আনোয়ার হোসেনের কয়েকটি বই রয়েছে। স্বাধীনতাযুদ্ধের ছবিও ধারণ করেন তিনি। ৬০টিরও বেশি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন আনোয়ার হোসেন। 

১৯৭৯ সালে‌ ‌‘সূর্যদীঘল বাড়ী’, ১৯৮০ সালে ‘এমিলের গোয়েন্দা বাহিনী’, ১৯৮৩ সালে ‘পুরস্কার’, ১৯৯৫ সালে ‘অন্য জীবন’, ও ২০০১ সালে ‘লালসালু’ চলচ্চিত্রের চিত্রগ্রাহক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!