মার্চ ২৭, ২০২৩ ১১:৩৭ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

কফি আনান আর নেই

জাতিসংঘের প্রাক্তন মহাসচিব কফি আনান আর নেই। শনিবার জাতিসংঘের অভিবাসন সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

শান্তিতে নোবেল পদক বিজয়ী কফি আনানের মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর।

এক বিবৃতিতে কফি আনান ফাউন্ডেশন জানিয়েছে, ‘হঠাৎ অসুস্থ হওয়ার পর শনিবার তিনি শান্তির সঙ্গে বিদায় নিয়েছেন।’

শনিবার টু্ইটারবার্তায় জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা লিখেছে, ‘আজ আমরা একজন মহৎ মানুষ, একজন নেতা ও স্বপ্নদ্রষ্টাকে হারিয়ে শোকাভূত।’

১৯৩৮ সালে ঘানায়  জন্ম কফি আনানের। ১৯৯৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। আনানই ছিলেন প্রথম আফ্রিকান কৃষ্ণাঙ্গ যিনি জাতিসংঘের এই সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করেছেন।

২০০৭ সালে প্রতিষ্ঠিত মানবাধিকার নিয়ে কাজ করা বৈশ্বিক নেতাদের সংগঠন দ্য এল্ডার্সের সদস্য ছিলেন আনান। ২০১৩ সালে তিনি এর চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া সিরিয়ার সংঘাত নিরসনে জাতিসংঘের বিশেষ দূত হিসেবেও কাজ করেছেন আনান। সর্বশেষ রোহিঙ্গা সংকট নিরসনে তার নেতৃত্বে একটি কমিটিও করা হয়েছিল। এই কমিটি রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদানসহ বেশ কয়েক দফা সুপারিশ করেছিল।

আরও পড়ুন

error: Content is protected !!