লকডাউন চলছে প্রায় বিশ্বজুড়ে। বিশ্বের নানান প্রান্তের মানুষজন এই মুহূর্তে ওয়ার্ক ফ্রম হোমই বেছে নিয়েছেন। ভিডিও কনফারেন্সিংয়ের জন্য কাজে লাগাচ্ছিলেন জুম অ্যাপ্লিকেশন। এবার এই জুম অ্যাপই কর্মীদের জন্য নিষিদ্ধ করল গুগল।
তিনি বলেন, সম্প্রতি আমাদের সিকিওরিটি টিম জানিয়েছে জুম কর্পোরেট কম্পিউটারগুলোতে আর চলবে না। আমাদের অ্যাপ যেগুলো মূলত কর্মীরা ব্যবহার করেন, তাদের যে সিকিওরিটি স্ট্যান্ডার্ড রয়েছে তার সঙ্গে কোনও ভাবেই মেলে না এই অ্যাপ্লিকেশন।
তিনি আরো বলেন, যদিও গুগল মোবাইল অ্যাপ্লিকেশন এবং ব্রাউজার থেকে জুম ব্যবহার করা যাবে।
এদিকে কিছুদিন থেকেই দেখা যাচ্ছে এই লকডাউনের সময় বিশ্বজুড়ে মানুষ যেসব অ্যাপ ডাউনলোড করছেন তিন নম্বরেই রয়েছে এই অ্যাপের নাম। কমপক্ষে ৩৮ লাখ মানুষ এই লকডাউনের সময় ডাউনলোড করেছেন এই অ্যাপ।
এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে সাইবার অপরাধীরা আপনার গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে সেগুলোর দুর্ব্যবহার করতে পারে।
আরো পড়ুন
হ্যাক হতে পারে আপনার স্মার্টফোন
বাংলাদেশে চারটি নতুন ল্যাপটপ উন্মোচন করলো আসুস
ল্যাম্বরগিনি অ্যাভেন্টেডর বানিয়ে তাক লাগালেন ময়মনসিংহের আজিজ!