এপ্রিল ২০, ২০২৪ ১:৪২ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

গ্যালাক্সি এস ১১ই-তে থাকছে তিনটি লেন্স

১ min read

স্যামসাং গ্যালাক্সির ছোট সংস্করণ এস১০ই -এ মূল ক্যমেরা লেন্স ছিল ২টি। তবে এর নতুন সংস্করণে লেন্স থাকবে তিনটি। এমনই একটি তথ্য ফাঁস করেছে ‘অনলিকস’ এবং ‘প্রাইসবাবা’। তাদের ফাঁস করা তথ্যে দেখা যায় নতুন মডেলটি আকৃতিতেও হতে পারে আগের চেয়ে একটু বড়। স্ক্রিনের আকৃতি ৬.২ থেকে ৬.৩ ইঞ্চি হতে পারে। ক্যামেরা রয়েছে মাঝখানে। এর পেছনে আইফোন ১১ অথবা পিক্সেল-৪ এর স্টাইলেই রয়েছে তিনটি মূল ক্যামেরা। যদিও ডেপথ বা অন্যকোনও সেন্সর সেখানে নেই।

এছাড়া ফোনে কোনও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে না। আবার হেডফোনের জ্যাক নাও থাতে পারে। জানিয়েছে সংবাদ মাধ্যম এনগ্যাজেট।

ফোনটি সম্পর্কে কিছু গুজব ছড়িয়েছে। যেমন এতে থাকতে পারে ৬ জিবি র‌্যাম, বড় সাইজের ব্যাটারি এবং প্রসেসরও থাকবে উন্নত। ফোনটিতে ক্যামেরা থাকবে কিনা এ সম্পর্কে ফাঁস হওয়া তথ্য থেকে কিছু জানা সম্ভব হয়নি।

কবে উন্মোচন হতে পারে এ সম্পর্কে সূত্রগুলো খুব জোরালোভাবে কিছু বলতে পারছে না। তবে ধারণা করা হচ্ছে এটি ফেব্রুয়ারির দিকে বাজারে ছাড়া হতে পারে।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!