এপ্রিল ২৪, ২০২৪ ৫:০৩ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

মাত্র ৫ মিনিটে ৩০০ কোটি ডলারের ব্যবসা

১ min read

মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ৩০০ কোটি মার্কিন ডলারের পণ্য বিক্রির রেকর্ড করেছে চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবা। ১১ নভেম্বর, রবিবার চীনে পালিত হয়েছে ‘সিঙ্গেলস ডে’। ২০০৯ সাল থেকে আলিবাবা এই দিনটিকেই অনলাইনে সবচেয়ে বড় খুচরা পণ্য বিক্রির দিন হিসেবে ব্যবহার করে আসছে।

এ দিন সেলের উদ্বোধন করেন আলিবাবা ডটকমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জ্যাক মা।

ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এদিন অ্যাপল, শাওমি ও ডাইসনের পণ্য সবচেয়ে বেশি বিক্রি হয়।

আলিবাবার তরফ থেকে দাবি করা হয়েছে, এত অল্প সময়ের মধ্যে এই পরিমাণ পণ্য বিক্রি বিশ্বের মধ্যে সবচেয়ে বড় কেনাকাটা। রবিবার এই বিক্রি শুরু হওয়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যে ৩ বিলিয়ন ডলারের পণ্য বিক্রি করে তারা। বাংলাদেশি টাকায় যা প্রায় ২৫ হাজার কোটি টাকারও বেশি।

সংস্থার তরফে আরও দাবি করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৫০০ কোটি মার্কিন ডলারের বেশি ব্যবসা করেছে তারা। গত বছর  সিঙ্গেলস ডে’র ২৪ ঘণ্টায় প্রায় দুই লাখ আট হাজার কোটি টাকার পণ্য বিক্রি করেছিল এই জায়ান্ট প্রতিষ্ঠান।

চীনের ওপর সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে আলিবাবার আয় অনেকটাই কমেছে। তবে সিঙ্গেলস ডের বিপুল পরিমাণ ব্যবসা সংস্থাকে অক্সিজেন জোগাবে বলে মনে করা হচ্ছে।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!