এপ্রিল ২৬, ২০২৪ ৪:২১ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ফেসবুক কি ‘ফ্রি’ থাকছে না?

১ min read
কোনো ঘোষণা না দিয়ে হঠাৎ করে হোমপেজের স্লোগান বদল করেছে ফেসবুক। আগে সামাজিক যোগাযোগমাধ্যমটির ট্যাগলাইনে ‘ফ্রি’ কথাটি উল্লেখ ছিল। এখন সেটি নেই।

এই পরিবর্তন দেখে বিশ্বখ্যাত সাময়িকী বিজনেস ইনসাইডার তাদের প্রতিবেদনে ফেসবুকের ‘উদ্দেশ্য’ খোঁজার চেষ্টা করেছে। কিন্তু কোনো কর্মকর্তা এই প্রতিবেদন লেখা পর্যন্ত জবাব দেননি।

ফেসবুকের আগের স্লোগান ছিল এমন, ‘It’s free and always will be” এখন সেটি ‘It’s quick and easy’ করা হয়েছে।

গত এক দশকের বেশি সময়ের মধ্যে এই প্রথম ট্যাগলাইনে পরিবর্তন আনল প্রতিষ্ঠানটি।

ইন্টারনেট আর্কাইভ ওয়েব্যাক মেশিন ব্যবহার করে দেখা গেছে, ৬ এবং ৭ আগস্টের মধ্যবর্তী কোনো সময়ে স্লোগান পাল্টায় ফেসবুক।

প্রযুক্তি জগতে অন্য নামকরা প্রতিষ্ঠানের থেকে ফেসবুকের ব্যবসার ধরন আলাদা। অ্যাপলের মতো প্রতিষ্ঠান নানা ধরনের পণ্য বিক্রি করে। সেখানে ফেসবুকের কিছু নেই। ব্যবহারকারীর ব্যক্তিগত ‘ডেটা’ই তাদের ব্যবসার প্রধান উৎস। একজন ব্যবহারকারীর টাইমলাইনে তৃতীয় পক্ষের বিজ্ঞাপন পাঠিয়ে আয় করে ফেসবুক।

বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে ডেটা বিক্রি করারও অভিযোগ উঠেছে। এভাবে ব্যবসা করায় গত কয়েক বছরে ফেসবুক দারুণ বিপাকে পড়ে। বিভিন্ন দেশে তাদের নামে মামলাও হয়।

এখন তারা ব্যবসার ধরনে পরিবর্তন আনতে ব্যবহারকারীর থেকে সরাসরি অর্থ নেওয়া শুরু করে কি না, উঠছে সেই প্রশ্ন। কারণ ফেসবুকের নীতিমালার সাত নম্বর সেকশনে বলা আছে, ‘এটি চিরদিন ফ্রি থাকবে এমন নিশ্চয়তা আমরা দিতে পারি না।’

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!