এপ্রিল ২৫, ২০২৪ ২:১৪ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

৭ দিনে ৫০০ স্টেশনে ফ্রি ওয়াইফাই সংযোগ দিল ভারতীয় রেল

১ min read

মাত্র ৭ দিনে ৫০০ রেলওয়ে স্টেশনে উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট সংযোগের ব্যবস্থা করেছে ভারতীয় রেল। এই নিয়ে মোট দেড় হাজার স্টেশনে ওয়াইফাই সুবিধা চালু করা হল। এই ওয়াইফাই সুবিধাকে ভারতীয় রেল নাম দিয়েছে রেলওয়্যার। যার মাধ্যমে রেলের যাত্রীরা বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

রেলটেলের সিএমডি পুনিত চাওলা বলেন, এই ফ্রি ওয়াইফাই প্রকল্পের বাস্তবায়নের কাজ শুরু হয় মুম্বাই সেন্ট্রাল স্টেশন থেকে। উত্তর রেলের শাহিবাবাদ রেল স্টেশন হল ১৫০০তম স্টেশন, যেখানে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা করা হয়েছে। এর আগেই দিল্লি-অম্বালা, অম্বালা-চণ্ডীগড় এমনকি কালকা-সিমলা হিল রেলওয়েতেও এই ওয়াইফাইয়ের ব্যবস্থা করা হয়েছে।

জানা গেছে, স্মার্টফোনে ওয়াইফাই সক্রিয় বরে রেলওয়্যার ওয়াইফাই নেটওয়ার্ক অপশনে ক্লিক করতে হবে। এরপরই রেলওয়্যার হোমপেজ ফোনের স্ক্রিনে খুলে যাবে। সেখানে গ্রাহকের মোবাইল ফোনের নম্বর দিতে হবে। ফোন নম্বর দিলেই এসএমএস-এর মাধ্যমে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) আসবে। সেটি আবার হোমপেজের নির্দিষ্ট স্থানে লিখতে হবে। এরপরই ওয়াইফাই ব্যবহার করা যাবে।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!