জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ। এর ব্যবহারকারীরা নিশ্চয়ই জানেন যে, হোয়াটসঅ্যাপের গুড মর্নিং বার্তার জ্বালা।
প্রতিদিন একের পর এক ‘গুড মর্নিং’ মেসেজে হাঁফিয়ে উঠে জীবন। সকাল হলেই সবাই মিলে একে অপরকে গুড মর্নিং মেসেজ পাঠাতে শুরু করে। কে পছন্দ করল, কে অপছন্দ করল, তার কোনও গুরুত্বই নেই।
প্রতিদিনের বিরক্তিকর হোয়াটসঅ্যাপের এই গুড মর্নিং মেসেজে নষ্ট হয় ডেটা এবং স্টোরেজ। কীভাবে এর থেকে মুক্তি পাবেন? সব থেকে সহজ উপায়টা জেনে নিন।
প্রথমে আপনার গ্যালারি ওপেন করুন, এরপর সেখান থেকে হোয়াটসঅ্যাপ ইমেজ ফোল্ডার খুলুন। সবশেষে সেখান থেকে আপনি যে যে ছবি আপনার ফোনে রাখতে চান না, সেগুলো সিলেক্ট করে ডিলিট করে দিন।
আরো পড়ুন
সৃজিতের সঙ্গে বিচ্ছেদের খবর; মুখ খুললেন মিথিলা
এডিট করুন হোয়াটসঅ্যাপে পাঠানো মেসেজ
এইচএসসি পাসে বিআরটিসিতে চাকরির সুযোগ