এপ্রিল ২০, ২০২৪ ১:৪০ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

কোয়ালকম আনলো নতুন প্রসেসর

১ min read

বাজারে স্ন্যাপড্রাগনের নতুন প্রসেসর এনেছে কোয়ালকম। প্রসেসরটির মডেল ৭৬৮জি। এটি মোবাইল গেম খেলার জন্য সিপিইউ ও জিপিইউকে বিশেষভাবে বুস্ট করা।

ইন্দো-এশিয়ান নিউজ এজেন্সি (আইএএনএস) জানায়, প্রসেসরটি স্ন্যাপড্রাগন ৭৬৫জি’র একটি উন্নত সংস্করণ। এটিই প্রথম ৭-সিরিজ প্ল্যাটফর্ম সাপোর্টেড প্রসেসর— যা ‘অ্যাড্রিনো আপডেটেবল জিপিইউ’ ড্রাইভারকে সমর্থন করে। সেই সঙ্গে স্ক্রিনের ১২০ হার্টজ রিফ্রেশ রেটকেও সমর্থন করে। এর সিপিইউকে ২.৮ গিগাহার্টজ স্পিড পর্যন্ত বাড়ানো যাবে।

কোয়ালকমের সহকারী প্রধান কেডার কোনডাপ বলেন, ‘গেমের পারফরমেন্সকে উচ্চতর পর্যায়ে নিতেই প্রসেসরটি ডিজাইন করা। প্রসেসরটি ব্যাটারির ক্ষমতাকেও বাড়াবে।’

এই প্রসেসরটির সঙ্গে স্ন্যাপড্রাগন এক্স ৫২-৫জি মডেম-আরএফ সিস্টেম সব এলাকার ফ্রিকোয়েন্সি ব্যান্ডকেই সমর্থন করবে। স্ন্যাপড্রাগন এক্স৫২-৫জি মডেম-আরএফ সিস্টেম ডিজানই করা হয়েছে মাল্টি-গিগাবিট পিক সমর্থিত। এর ডাউনলোড স্পিড ৩.৭ গিগাবিটস এবং আপলোড স্পিড ১.৬ গিগাবিট পর্যন্ত করা যাবে।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!