এপ্রিল ২৫, ২০২৪ ৮:২৪ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

স্মার্টফোনে ৫২ মেগাপিক্সেলের ক্যামেরা

১ min read

এবার স্মার্টফোনের জন্য ৫২ মেগাপিক্সেলের ক্যামেরা আনছে প্রযুক্তি ব্র্যান্ড সনি। তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ সনি এক্সপেরিয়া ‘এক্সজেড৪’-এর জন্য এই সেন্সর আনছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এ মাসে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি)এই ক্যামেরা দেখানো হবে বলে জানিয়েছে সনি।

জানা যায়, সনি ‘এক্সপেরিয়া এক্সজেড৪’ হবে প্রিমিয়াম কোয়ালিটির অ্যান্ড্রয়েড স্মার্টফোন। যাতে থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর, কোয়াড এইচডি প্লাস ডিসপ্লে এবং তিনটি রিয়ার ক্যামেরা। এই তিনটির একটিতে থাকবে ৫২ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর।

বর্তমানে স্মার্টফোনের বাজারে এতো বেশি মেগাপিক্সেলের স্মার্টফোন খুব বেশি নেই।অনোর ভিউ ১০ এবং শাওমি রেডমি নোট ৭ ফোনে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামারার সেন্সর।

সনির এই স্মার্টফোনটিতে ৫২ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর ছাড়াও অন্য দুটিতে থাকবে ১৬ এবং ০.৩ মেগাপিক্সেল সেন্সর। 
-হিন্দুস্থান টাইমস।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!