মে ৩০, ২০২৩ ৩:০৩ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

ক্রোম-ফায়ারফক্স ইন্সটলে মাইক্রোসফটের ‘সতর্কতা’

মাইক্রোসফট ইতোমধ্যে নিজেদের এজ ব্রাউজারের প্রচারণা চালাতে শুরু করেছে। ব্যবহারকারী যখন গুগলের ক্রোম ব্রাউজার বা মজিলা ফায়ারফক্স ডাউনলোডের জন্য সার্চ দিতে চান তখন নিজেদের এজ ব্রাউজারের প্রচারণা চালায় প্রতিষ্ঠানটি।

এবার মাইক্রোসফট তাদের ব্রাউজার ইন্সটলের জন্য আরও কঠিন হচ্ছে। আর তাই ব্যবহারকারী ক্রোম বা ফায়ারফক্স ইন্সটল করতে গেলে একটি পপ আপের মাধ্যমে ‘সতর্ক’ করছে প্রতিষ্ঠানটি।

উইন্ডোজ ১০ এ এই সতর্কবার্তা দেওয়া হচ্ছে এবং গ্রাহককে মনে করিয়ে দেওয়া হচ্ছে ‘ইতোমধ্যে তার ডিভাইসে এজ ব্রাউজার ইন্সটল করা রয়েছে।’ আর পপ আপে লেখা টেক্সটে দাবি করা হচ্ছে, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের জন্য এজ ব্রাউজার দ্রুতগতির ও নিরাপদ। 

এক বিবৃতিতে মাইক্রোসফট জানিয়েছে, এই সতর্কবার্তা পরীক্ষামূলকভাবে অল্প কিছু গ্রাহকের কাছে পাঠানো হচ্ছে। তবে এই সতর্কতায় কোনো সফটওয়্যার ইন্সটল বন্ধ করে দেওয়া হচ্ছে না।

তবে গ্রাহক চাইলে সেটিংস থেকে এই সতর্ক বার্তা বন্ধ করে দিতে ও পারবেন এবং গ্রাহকের ব্রাউজার পছন্দের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা রয়েছে বলেও বিবৃতিতে জানায় মাইক্রোসফট।

আরও পড়ুন

error: Content is protected !!