নেপালে রাইড শেয়ারিং সেবা দেবে পাঠাও
১ min read
বাংলাদেশি রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাও দেশের গণ্ডি পেরিয়ে নেপালে সেবা দেওয়ার পরিকল্পনা নিয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যেই নেপালে নিজেদের কার্যক্রম শুরু করবে পাঠাও। এর আগে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।
পাঠাও সূত্রে জানা গেছে, নেপালে সরাসরি রাইড শেয়ারিং সেবা দেবে দেশীয় এই স্টার্টআপটি। সেখানে পাঠাওয়ের অফিস ও কর্মীর মাধ্যমে এই সেবা দেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন পাঠাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হুসাইন এম ইলিয়াস।
তিনি জানান, নেপালে কয়েক সপ্তাহের মধ্যে কার্যক্রম শুরু করবে পাঠাও। সরাসরি সেখানে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবা দিয়ে থাকবে পাঠাও।
নেপালে ইতোমধ্যে অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিং সেবা চালু করেছে টুটলি, সাড়থি এবং ইডি ক্যাব নামে কয়েকটি প্রতিষ্ঠান। এর সঙ্গে যুক্ত হলো বাংলাদেশের এই ১০০ মিলিয়ন ডলারের স্টার্টআপটি।