মার্চ ২২, ২০২৩ ১২:৪০ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

টুইটারে সরাসরি অডিও সম্প্রচার সুবিধা

সরাসরি অডিও সম্প্রচারের নতুন ফিচার যোগ করেছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। এর মাধ্যমে ফলোয়াররা শুধু কণ্ঠ শুনতে পাবেন।

ভার্জ-এর প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ঘোষণা করা এই ফিচার বর্তমানে সব আইওএস ব্যবহারকারী তাদের মূল টুইটার অ্যাপ আর টুইটারের সরাসরি সম্প্রচার অ্যাপ পেরিস্কোপে ব্যবহার করতে পারছেন।

নতুন এই ফিচার ব্যবহার করতে হলে ব্যবহারকারীদেরকে তাদের অ্যাপটি আপডেট করতে হবে ও ‘গো লাইভ’ অপশনে যেতে হবে বলে জানিয়েছে বেসরকারি ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস।

মাইক্রোব্লগিং সাইটটি তাদের নকশা বদল নিয়েও কাজ করছে। এর মাধ্যমে ডেস্কটপ সাইটে ‘এক্সপ্লোর’ ট্যাব ও বুকমার্কস অপশনসহ অন্যান্য ফিচার যোগ করা হবে। তবে বর্তমানে এই ফিচারগুলো ব্যবহারের সুযোগ খুব অল্প সংখ্যক ব্যবহারকারী পাচ্ছেন।

টুইটার ব্যবহারকারী বর্তমান সংখ্যা ৩৩ কোটির বেশি আর ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২১৯ কোটির বেশি। ধারণা করা হচ্ছে, নানা পরিবর্তনের মাধ্যমে ফেসবুকের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে চাচ্ছে টুইটার।

আরও পড়ুন

error: Content is protected !!