এপ্রিল ২৫, ২০২৪ ৪:০৯ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

বাতাস দিয়েই গাড়ি চলছে ৪০ কিলোমটার বেগে

১ min read

মিসরের কায়রো শহরের কাছে হেলওয়ান বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের একদল শিক্ষার্থী এমনই এক গাড়ি বানিয়েছেন যেটি কিনা পেট্রল, ডিজেল বা বিদ্যুৎ ছাড়াই চলবে।

রয়টার্স জানিয়েছে, প্রচলিত জ্বালানী বাদ দিয়ে বাতাসকে শক্তিতে রূপান্তর করে চলবে এই গাড়ি। অর্থাৎ সিলিন্ডারে অধিক চাপে জমা রাখা অক্সিজেন দিয়ে এই গাড়ি চলবে।

শিক্ষার্থীরা জানিয়েছে, এই গাড়ি ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার বেগে চলবে এবং একবার বাতাস (অক্সিজেন) পূর্ণ হলে এটি ৩০ কিলোমিটার চলতে পারে। আপাতত শুধু চালকের আসন রয়েছে এই গাড়িতে অর্থাৎ একজনই চড়তে পারবে গাড়িটিতে।

প্রায় ১৮ হাজার মিশরীয় পাউন্ড যা বাংলাদেশি টাকায় প্রায় ৮০ হাজার টাকার কিছু বেশি এই সিস্টেমের একটি গাড়ি বানাতে খরচ হবে।

মাহমুদ ইয়াসির (গাড়িটি উদ্ভাবন দলের একজন শিক্ষার্থী) রয়টার্সকে বলেন, ‘গাড়িটি তৈরির খরচ অনেক কম কেননা উচ্চ চাপে সংকুচিত বাতাস জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে গাড়িটিতে। আবার ইঞ্জিন ঠান্ডা করারও প্রয়োজন হবে না।’

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!