এপ্রিল ২০, ২০২৪ ১:২৯ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলার কোম্পানি অ্যাপল

১ min read

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলার পাবলিক কোম্পানির খাতায় নাম লেখাল। প্রতিষ্ঠানটির বর্তমান বাজারমূল্য ১ ট্রিলিয়ন (১,০০০,০০০,০০০,০০০) মার্কিন ডলার।

২ আগস্ট, বৃহস্পতিবার অ্যাপলের শেয়ার মূল্য রেকর্ড পরিমাণ বেড়ে ২০৭ মার্কিন ডলার ছাড়িয়ে যায়। ফলে ট্রিলিয়ন ডলারের খুব কাছে থাকা প্রতিষ্ঠানের বাজার মূল্য ৯৩,৫০০ কোটি ডলার থেকে ১ ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যায়।

বিবিসির খবরে বলা হয়, অ্যাপলের মূল প্রতিদ্বন্ধি অ্যামাজন ও মাইক্রোসফটকে পেছনে ফেলে বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলার কোম্পানি হলো অ্যাপল।

গত মঙ্গলবার অ্যাপল তাদের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক বিবরণী প্রকাশ করে। আর্থিক প্রতিবেদন অনুযায়ী ওইদিন প্রতিষ্ঠানের বাজার মূল্য ৯৩,৫০০ কোটি ডলার নিয়ে অ্যাপল ট্রিলিয়ন ডলার কোম্পানি হতে আর কিছু বাকি ছিল।

একইদিন শেয়ারপ্রতি আয় এবং গড় আইফোন বিক্রির মূল্যের ওপর বিশাল লাভের প্রতিবেদন প্রকাশ করে অ্যাপল। গত বছরের তুলনায় চলতি বছরে আইফোন বিক্রি কমে গেলেও অন্য খাতে প্রতিষ্ঠানের আয় বেড়েছে।

সিএনবিসির খবরে বলা হয়, গড় আইফোন বিক্রির মূল্য বেড়ে যাওয়ায় অ্যাপল ওয়ালস্ট্রিটের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। এদিকে মরগ্যান স্ট্যানলি এক নোটে জানিয়েছে, ‘অ্যাপল ট্রিলিয়ন ডলার কোম্পানি হওয়ার খুব কাছে রয়েছে।’

অ্যাপল তাদের আর্থিক প্রতিবেদনে জানিয়েছে, তাদের বর্তমান বাজার মূল্য ৯৩,৫০০ কোটি ডলার। তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির মোট আয় হয়েছে ৫৩৩০ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ১৭ শতাংশ বেশি।

সিএনবিসিকে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেন, ‘প্রতিষ্ঠান যা করেছে তাতে আমরা রোমাঞ্চিত।’ ২০০৭ সালে অ্যাপল তাদের প্রথম আইফোন বাজারে আনে। এরপর আর প্রতিষ্ঠানটিকে পেছনে ফিরে তাকাতে হয়নি।

সূত্র: বিবিসি, সিএনএন

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!