ভারত সরকার এবার বাজারে চার চাকার অটোরিকশা আনার ছাড়পত্র দিয়েছে। কোয়াড্রিসাইকেল নামে এই গাড়ি আসলে অটোরিকশার চার চাকা সংস্করণ। চার আসন বিশিষ্ট এই গাড়িতে থাকবে অপেক্ষাকৃত ছোট ইঞ্জিন।
গাড়িটির সর্বোচ্চ ওজন হতে পারে ৪৭৫ কিলোগ্রাম। এরই মধ্যে ‘কিউট’ নামে একটি কোয়াড্রিসাইকেল উন্মুক্ত করেছে বাজাজ অটো। গাড়িটি বিদেশে রফতানি করা হলেও এখনো দেশে বিক্রির অনুমতি পায়নি।
ইতিমধ্যে সিএনজিচালিত কোয়াড্রিসাইকেল তৈরিতে উদ্যোগী হয়েছে বাজাজ। সঙ্গে এই গাড়িকে কী কী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রশ্ন থাকছে তা নিয়েও।
জানা গেছে, অটো রিকশার চার চাকা সংস্করণ এই কোয়াড্রিসাইকেল। এতে গাড়ির মতোই থাকে ছাদ ও দরজা। তবে দরজায় কোনও কাচ থাকে না। ইঞ্জিন থাকে পিছনে। পিছনের চাকা থেকেই শক্তি পায় এই গাড়ি। ২৫০ – ৩৫০ সিসির মোটর সাইকেলের ইঞ্জিন লাগানো থাকে এই গাড়িতে। সর্বোচ্চ গতি ঘণ্টায় ৭০ কিলোমিটার। চালকসহ ৪ জন বসতে পারেন এই গাড়িতে। চেষ্টা করলে ৫ জনও বসা যায়। বিদেশের বিভিন্ন শহরে সাধারণত অল্প পথ পাড়ি দিতে ব্যবহার করা হয় এই গাড়ি। এক লিটার পেট্রোলে ৩৭ – ৪০ কিলোমিটার ছুটতে পারে কোয়াড্রিসাইকেল।
আরো পড়ুন
অ্যামোলেড ডিসপ্লের স্মার্টফোন কেন সেরা?
লোগো পরিবর্তন করলো নোকিয়া
কাঁচা কাঁঠাল খাওয়া কতোটা উপকারি ?