জুন ৫, ২০২৩ ৩:২৭ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

গ্রাহকের তথ্য শেয়ার করে আসছে ফেসবুক

ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির কিছুদিন যেতে না যেতেই এবার ফেসবুকের বিরুদ্ধে আরেক অভিযোগ। ৩ জুন, রবিবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, এক দশক আগে  স্মার্টফোন ও ট্যাবলেট নির্মাতা কয়েক ডজন প্রতিষ্ঠানের সঙ্গে তথ্য শেয়ারের চুক্তি করেছে ফেসবুক।

প্রতিবেদনে বলা হয়, ফেসবুক অ্যাপ জনপ্রিয়তা পাওয়ার আগে অ্যাপল, অ্যামাজন, মাইক্রোসফট এবং স্যামসাংসহ অন্তত ৬০টি প্রতিষ্ঠানের সঙ্গে তথ্য শেয়ারের চুক্তি করেছিল ফেসবুক।

কিছু ডিভাইস প্রস্তুতকারীরা ব্যবহারকারীদের বন্ধুদের কাছ থেকেও ব্যক্তিগত তথ্য উদ্ধার করতে পারে বলে নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানে বের হয়ে এসেছে। তৃতীয় পক্ষের এই ডিভাইস নির্মাতাদের ব্যবহারকারীর অনুমতি ছাড়াই সরাসরি ডাটায় এক্সেস দিয়ে আসছে ফেসবুক। তবে ফেসবুক নিউ ইয়র্ক টাইমসের এই দাবি অস্বীকার করেছে।

বর্তমানে ফেসবুক ক্যামব্রিজ অ্যানালিটিকা তথ্য চুরির ঘটনা নিয়েই তদন্ত সংস্থার মুখোমুখি রয়েছে। আর এমন অবস্থাতেই আবারও গ্রাহকের তথ্য চুরির অভিযোগ এলো ফেসবুকের বিরুদ্ধে।

সূত্র: টেকক্রাঞ্চ

আরও পড়ুন

error: Content is protected !!