জুন ৫, ২০২৩ ৫:০২ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

এবার হোয়াটসঅ্যাপেও ভিডিও কল

হোয়াটসঅ্যাপে এবার ভিডিও কল করা যাবে। স্কাইপ বা ফেসটাইমের মতোই ভিডিও সেবা চালু করেছে এই সামাজিক মাধ্যমটি। অন্যান্য ভিডিও কলের মতই ওয়াইফাই চালু থাকলে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিতে কোনো খরচ পড়বে না।

তবে ওয়াইফাই না থাকলে ইন্টারনেট পরিষেবার প্ল্যান অনুযায়ী খরচ হবে। হোয়াটসঅ্যাপের অন্যতম প্রতিষ্ঠাতা জান কুম জানিয়েছেন, ভারতসহ ১৮০টি দেশে এই পরিষেবা পাওয়া যাবে। এক পরিসংখ্যান অনুযায়ী, শুধুমাত্র ভারতেই প্রতি মাসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন ১৬ কোটি মানুষ।

whatsapp

আইফোন, উইন্ডোজ বা অ্যান্ড্রয়েড সব ধরনের স্মার্টফোনেই এই পরিষেবা পাওয়া যাবে ঠিক ভয়েস কলিংয়ের মতোই। মেসেজর মতো এই ভিডিও কলের বিষয়বস্তুও সেন্ডার এবং রিসিভার ছাড়া অন্য কেউ জানতে পারবেন না। এই নতুন সেবার কারণে হোয়াটঅ্যাপের জনপ্রিয়তা আরো বেড়ে যাবে।

আরও পড়ুন

error: Content is protected !!