এপ্রিল ২০, ২০২৪ ১:২৭ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

অ্যান্টার্কটিকায় ভিনগ্রহের বাসিন্দাদের মহাকাশযান

১ min read

সত্যিই কি ভিনগ্রহের বাসিন্দারা (এলিয়েন) ইউএফও চড়ে পৃথিবীতে আসেন? নাকি এলিয়েন শুধুই কল্পবিজ্ঞান? বহুদিন ধরেই এ সব প্রশ্ন ঘোরা ফেরা করছে মানুষের মনে।

সম্প্রতি গুগল আর্থে অ্যান্টার্কটিকায় একটি বিস্ময়কর বস্তুর দেখা মিলেছে। যা নিয়ে আবারও আলোচনায় এলিয়েন তথা ইউএফও।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, গুগল আর্থে দেখা পাওয়া অ্যান্টার্কটিকার সেই অজানা বস্তুটি মূলত ভিনগ্রহের বাসিন্দাদের মহাকাশযান। যেটা নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়েছে নির্জন তুষারের বুকে।

অ্যান্টার্কটিকার দক্ষিণ জর্জিয়া দ্বীপাঞ্চলে এ দৃশ্য ধরা পড়েছে। সেখানে অল্প কিছু মানুষ বসবাস করেন। এরই মধ্যে ছবিটিকে নিয়ে হইচই শুরু হয়ে গেছে। ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে।

তবে এটা আসলেই ভিনগ্রহের বাসিন্দাদের মহাকাশযান কিনা, তা নিয়ে দ্বিমত রয়েছে অনেকের। তবে কিলি ইউনিভার্সিটির শারীরিক ভূতত্ত্ব বিষয়ের জ্যেষ্ঠ  প্রভাষক ড. রিচার্ড ওয়ালারের মতে, এটা বরফের শরীর ভেদ করে ওঠে আসা পাথরের চাঁই হতে পারে। দূর থেকে যেটাকেই ইউএফও বলে মনে হচ্ছে।

সূত্র: টাইমস নাও/ মেট্রো/ দ্য সান

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!