মার্চ ২৯, ২০২৪ ৮:২৮ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

রয়েল এনফিল্ড আনছে নতুন মডেলের বাইক

১ min read

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ভারতের বাজারে আসবে রয়েল এনফিল্ডের নতুন মডেল। বাইকটির নাম স্ক্র্যাম ৪১১ হতে পারে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

রয়েল এনফিল্ডের নতুন বাইক স্ক্র্যাম ৪১১ প্রসঙ্গে কোম্পানির পক্ষ থেকে সেভাবে কিছু জানানো হয়নি। তবে রিপোর্ট বলছে, এ গাড়ির ডিজাইনে থাকছে নতুন চমক। হিমালয়ান বেসড এক্সেটেরিয়র ডিজাইন থাকবে বাইকের। তবে এই বাইকের মূল্য অন্যগুলোর তুলনায় সস্তা হবে বলে শোনা যাচ্ছে। ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখেই বাইক কোম্পানি নতুন বাইকের দাম নির্ধারণ করবে।

জানা গেছে, রয়েল এনফিল্ডের নতুন বাইক স্ক্র্যাম ৪১১ মডেল হতে চলেছে খুবই আকর্ষণীয়। এতে উইন্ডস্ক্রিন, স্পিলট সিট, স্ট্যান্ডার্ড লাগেজ ব্যাগ এবং লার্জ ফ্রন উইলের মতো একাধিক আকর্ষণীয় ফিচার্স যুক্ত করা হবে। এছাড়াও ছোট চাকা, লোয়ার সাসপেন্সর ট্রাভেল, সিঙ্গেল সিট এবং পিলিয়ন গ্র্যাব হ্যান্ডেল থাকবে। এর হাইওয়ে ক্রিজিং মেশিন আরও উন্নত হবে বলে ধারণা করা হচ্ছে।

তবে, বাইকটির পাওয়ার এবং পাওয়ার ট্রেনের বিষয়ে এখনও সেভাবে জানা যায়নি। তবে এলএস৪১০, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুলড, ৪ স্ট্রোক, এসওএইচসি ইঞ্জিন থাকছে বলে আশা করা যায়। এটি ৪১১ সিসির বাইক হবে বলে ধারণা করা হচ্ছে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এ গাড়িটি তুলনামূলক সস্তা ও সাশ্রয়ী হবে।

এদিকে, রয়েল এনফিল্ড হান্টার ৩৫০, নতুন হিমালয়ান এবং রয়েল এনফিল্ড শটগান/ক্লাসিক ৬৫০ এর মতো মডেলগুলো শিগগিরই বাজারে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। হান্টার ৩৫০ ছাড়াও, কোম্পানি আরও একটি নতুন হিমালয়ান মোটরবাইক তৈরি করছে। এর স্কেল মডেল ইতোমধ্যে প্রকাশ পেয়েছে। এর ইঞ্জিন ও ফ্রেম একই হবে। সব মিলিয়ে নতুন বছরে একাধিক চমক নিয়ে আসছে রয়েল এনফিল্ড বাইক কোম্পানি।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!