মার্চ ২৯, ২০২৪ ১২:৩৮ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ওয়ালটনের অল ইন ওয়ান পিসি

১ min read

নতুন মডেলের অল-ইন-ওয়ান পিসি বাজারে এনেছে ওয়ালটন। ইউনিফাই এস২২ সিরিজের ওই অল-ইন-ওয়ান কম্পিউটারগুলো মার্চের শেষ দিক থেকে বাজারে পাওয়া যাচ্ছে।

এই সিরিজে মডেলভেদে রয়েছে ইন্টেলের দশম প্রজন্মের পেন্টিয়াম গোল্ড, কোর আই-থ্রি এবং কোর আই-ফাইভ প্রসেসর। মেমরি হিসেবে সবগুলো ভ্যারিয়েন্টে থাকছে ৮ গিগা ডিডিআর৪ র‌্যাম, যা ৩২ গিগা পর্যন্ত বাড়ানো যাবে।

সব মডেলে ১ টেরাবাইট হার্ড ড্রাইভের পাশাপাশি পেন্টিয়াম গোল্ড এবং কোর আই-থ্রি ভ্যারিয়েন্টে ১২৮ গিগা এসএসডি এবং কোর আই-ফাইভ ভ্যারিয়েন্টে ২৫৬ গিগা এসএসডি’র সমন্বয়ে ডুয়াল স্টোরেজ ব্যবস্থা রাখা হয়েছে। এতে ব্যবহৃত হয়েছে ২১.৫ ইঞ্চি অ্যান্টি গ্লেয়ার ফুল এইচডি ডিসপ্লে। গ্রাফিক্স ইউনিটে রয়েছে ইন্টেল ইউএইচডি ৬৩০ গ্রাফিক্স এবং ইন্টেল এইচ৪১০ চিপসেট।

ডিভাইসগুলোর বিশেষ সুবিধা হিসেবে থাকছে ২.০ মেগাপিক্সেল ক্যামেরা, যা ভিডিও কনফারেন্সে ব্যবহারের উপযোগী। মডেলভেদে পিসির দাম ৪৩ হাজার ৯৫০ থেকে ৫৭ হাজার ৮৫০ টাকার মধ্যে। শিক্ষার্থীরা ইউনিফাই এস২২ অল-ইন-ওয়ান পিসি কিনলেই পাচ্ছেন লাখ টাকা পর্যন্ত শিক্ষাবৃত্তি।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!