মার্চ ২৯, ২০২৪ ২:২৯ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ট্রাম্পের নতুন ভিসা নিষেধাজ্ঞার বিরুদ্ধে মামলা করবে হাওয়াই

১ min read

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ভিসা নিষেধাজ্ঞার বিরুদ্ধে করবে হাওয়াই। সোমবার এক নির্বাহী আদেশ সই করে নতুন এ নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। খবর এএফপির।
হাওয়াই অঙ্গরাজ্যের আইনপ্রণেতারা বলেছেন, এ নির্বাহী আদেশ কার্যকর করার বিরুদ্ধে তারা অস্থায়ী নিষেধাজ্ঞা চাইবেন। তারা ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞাকে মার্কিন আইন বিরোধী হিসেবে অভিহিত করেন।
হাওয়াইয়ের শীর্ষস্থানীয় সরকারি কৌসুলি নিউজ চ্যানেল সিএনএনকে বলেন, পুরানো নিষেধাজ্ঞার চেয়ে কম মানুষের বিরুদ্ধে নতুনটি আরোপিত হয়েছে কিন্তু তারপর তা আগের মতোই এতে সাংবিধানিক ও আইনি ক্রুটি রয়েছে।
গত জানুয়ারি মাসে ট্রাম্প প্রথম সাতটি মুসলিম দেশের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছিলেন। কিন্তু সোমবার তাতে কিছুটা পরিবর্তন করে নতুন নিষেধাজ্ঞা জারি করা হয়। জানুয়ারির ওই নিষেধাজ্ঞা মার্কিন আদালতে চ্যালেঞ্জের মুখে পড়ে এবং ওয়াশিংটনের নবম সার্কিট আদালত তা স্থগিত করে। আদালত সেসময় বলেছিল, আমেরিকা ধর্মীয় বৈষম্যের বিরুদ্ধে যে সাংবিধানিক সুরক্ষা দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশের মাধ্যমে তা লঙ্ঘন করা হয়েছে।
এদিকে, আমেরিকার অনেক সংস্থাই ট্রাম্পের

Comments

comments

More Stories

১ min read
১ min read
error: Content is protected !!