ভারতে উদযাপন হচ্ছে ‘বাংলাদেশ দিবস’
১ min read
শীতের শুরুতে ভারতের বিভিন্ন শহর জুড়ে উৎসবের হিড়িক পড়ে। এবারও এর ব্যতিক্রম হয়নি। এ প্রান্ত থেকে ওই প্রান্ত কোথাও খাদ্য উৎসব, তো আবার কোথায় অন্য কোনো উৎসব চলছে। ব্যতিক্রম নয় যোধপুর পার্কও।
আয়োজকদের পক্ষে দাবি করা হচ্ছে, বহু উৎসবের ভিড়ে তারা যাতে হারিয়ে না যায়, তার ব্যবস্থা থাকছে এবারো। শুক্রবার থেকে দক্ষিণ কলকাতার তালতলা মাঠে এই উৎসব শুরু হচ্ছে। চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। আয়োজকদের পক্ষে জানানো হচ্ছে, উৎসবের মূল আকর্ষণ সোমবার।
যোধপুর পার্ক উৎসব কমিটির সভাপতি রতন দে বলেন, দিনটিকে তারা এবার ‘বাংলাদেশ দিবস’ হিসেবে উদযাপন করতে চলেছেন। সেই কারণে এবার উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পীদেরই প্রাধান্য থাকছে। যেমন থাকছেন কিংবদন্তী ভাওয়াইয়া শিল্পী আব্বাস উদ্দিনের নাতনি নাশিদ কামাল।
এছাড়া আঁখি আলমগিরকেও অংশগ্রহণ করতে দেখা যাবে। বাংলাদেশের আরও অনেকে থাকবেন বলে আয়োজকদের পক্ষে জানা গেছে। এছাড়া বাংলা ও হিন্দি শিল্পীরা অংশ নেবেন। তবে বাংলার সংস্কৃতিকেই এখানে বরাবর বাড়তি গুরুত্ব দেওয়া হয়। তাছাড়া যারা সমাজের অনন্য অবদান রাখেন, তাদেরও সাহায্য করা হয়।