সিডনিতে ‘কালারস অব বাংলাদেশ’
১ min read
অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকস টাউনে পল কিটিং পার্কে ২০ জানুয়ারি আয়োজন করা হচ্ছে ‘কালারস অব বাংলাদেশ’ নামে এক মেলার। ওই দিন বেলা ২টায় শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলবে এই মেলা।
মেলার কনসার্টে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের ক্লোজআপ কণ্ঠশিল্পী ঝিলিক ও পাওয়ার ভয়েস কণ্ঠশিল্পী আরিফকে। এছাড়া থাকবে সাংস্কৃতিক এবং ফ্যাশন ও ফিউশনের অনুষ্ঠান। দেশীয় খাবার ও সামগ্রীর স্টলও বসবে মেলায়। থাকবে শিশুদের জন্য খেলাধুলার ব্যবস্থা।
মেলার আয়োজক ব্র্যান্ডিং বাংলাদেশ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বেশ বড় পরিসরেই আয়োজন করা হয়েছে এ মেলার।
অস্ট্রেলিয়ায় প্রবাসী বাঙালিদের নতুন বছরের শুরুতেই বাঙালি উৎসবে রাঙিয়ে তুলতেই এ মেলার আয়োজন। মেলায় প্রবাসী বাঙালিদের ব্যাপক অংশগ্রহণ আশা করছেন আয়োজকেরা।