এপ্রিল ১৯, ২০২৪ ৮:৪৮ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

জন্ম‌দি‌নে ভা‌লোবাসার স্না‌নে কব‌ি রওশন হাসান কব‌ি জুলি রহমান

১ min read

মুগ্ধ হলভর্ত‌ি একঝাঁক আলো‌কিত মানুষ কথা আর গা‌নের ফুলঝু‌ড়ি‌তে । ছ‌োট পুতুল অধরা মিষ্ট‌ি কন্ঠ‌ের গান দি‌য়ে শুরু কর‌লো অনুষ্ঠান ।

ছড়াকার মিনহাজ যন্ত্রসন্গীতে কব‌ি বেলাল বেগ ঢোল বাজনায় কব‌ি জু‌লি রহমান গী‌তি নাট্য‌ে রেখা আহ‌মেদ ও আবু সাঈদ রতন সহ সক‌লের অভিনয়‌ে আকবর হায়দার কিরণ এর দে‌শের গা‌নে সবার অংশগ্রহন এবঙ ডাক্তার হাসান , প্র‌ফেসর কব‌ি হোসাইন কব‌ির এর কথাশিল্প‌ে এক‌টি অনিন্দ সুন্দর বি‌কেল ‌কিভা‌বে শেষ হ‌য়ে গে‌লো টের ও পেলাম না ।

 

যাঁ‌দের উপস্হ‌ি‌তি এই জন্ম‌দিন‌ের আড্ডা‌কে সম্মানীত কর‌ে‌ছে তাঁরা ডক্টর কব‌ি মাহবুব হাসান ,কব‌ি লুবনা কাইজার ,কব‌ি লুৎফা সাহানা,কব‌ি মন‌িজা রহমান , কব‌ি ভায়লা সা‌লিনা , উচ্চারণ শিল্পী শাহরীনা পারভ‌িন প্রী‌তি , কব‌ি সপ্নকুমার , উপস্হাপক জা‌কির খান , শম্পা মিনহাজ , বর ও শ্বাশুড়ী সহ লিটা শেয়রীন আশরাফ সহ আমা‌দের অনেক অনেক প্র‌িয়মুখ ।

আমরা মিস কর‌ে‌ছি প্রি‌য় ছড়াকার শামস্ চৌধুরী রু‌শো কে । অ‌তি‌রিক্ত পাওনা ছিল প্র‌িয় ছড়াকার মনজুর কা‌দের এর চমৎকার উপস্হাপনা এবঙ কব‌ি মাকসুদা আহ‌মেদ এর সার্ব‌িক ব্যাবস্হাপনা ।

এরকম আরো সৃজনশীল আড্ডা আয়োজ‌নের অপেক্ষায় থাক‌বো সবসময় ।

 

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!