জুন ৫, ২০২৩ ৪:০০ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

ইতালিতে তুষারধসে ‘বহু নিহত’

ইতালির আবরুজো প্রদেশের গ্রান সাসো পর্বতমালার কাছে রুজোপিয়ানো হোটেলে তুষারধসে বহু লোকের প্রাণহানির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার রাতে একটি বড় হিমবাহের আঘাতের পর হোটেলটি বরফের নিচে পড়ে। এতে ওই হোটেলে বিপুলসংখ্যক মানুষ প্রাণ হারায়। বুধবার রাতেই উদ্ধারকারী দল ওই হোটেলটির কাছে পৌঁছার চেষ্টা করে। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে পৌঁছাতে না পারায় স্থানীয় সময় বৃহস্পতিবার ভোররাতের দিকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। খবর: বিবিসি।
উদ্ধারকারী দলের প্রধান আন্তোনিও ক্রোসেট্টা বলেন, ‘হোটেলটিতে বহু লোক মারা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হোটেলটি থেকে ৩০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে’।
এদিকে, হোটেলে নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী পাওলো জেন্তিলোনি। তিনি বলেছেন, ‘বুধবার ইতালির জন্য একটি শোকের দিন।’
প্রসঙ্গত, ইতালির আবরুজো প্রদেশটি ভূমিকম্পপ্রবণ এলাকা। এর আগে গত বছরের ২৪ আগস্ট একই প্রদেশে ভূমিকম্পে ২৯৮ জনের মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন

error: Content is protected !!