মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি পরমাণু অস্ত্র কমানোর পদক্ষেপ নেন তাহলে মস্কোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।
দ্যা টাইমস অব লন্ডন পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। রাশিয়ার সঙ্গে প্রেসিডেন্ট বারাক ওবামার পরমাণু অস্ত্র কমানো সংক্রান্ত ‘নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন চুক্তি’র ভবিষ্যত নিয়ে প্রশ্ন তোলেন তিনি ওই সাক্ষাৎকারে। ২০১০ সালে রাশিয়ার সঙ্গে ওই চুক্তি করেন ওবামা।
ওবামা প্রশাসনের প্রতি ইঙ্গিত করে ট্রাম্প বলেন, তারা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। দেখা যাক, আমরা রাশিয়ার সঙ্গে কিছু ভালো চুক্তি পারি কিনা। যেমন একটা বিষয় হতে পারে উল্লেখযোগ্য পরিমাণে পরমাণু অস্ত্র কমানো।
ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেন, নিষেধাজ্ঞার কারণে রাশিয়া এ মুহূর্তে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে; কিন্তু আমি মনে করি কিছু একটা হতে পারে যা থেকে বিপুল সংখ্যক মানুষ লাভবান হবে।
ইউক্রেন ইস্যুতে রাশিয়ার জড়িত থাকার অভিযোগ তুলে আমেরিকা ও তার ইউরোপীয় মিত্ররা মস্কোর ওপর কয়েকদফা কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
দ্যা টাইমস অব লন্ডন পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। রাশিয়ার সঙ্গে প্রেসিডেন্ট বারাক ওবামার পরমাণু অস্ত্র কমানো সংক্রান্ত ‘নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন চুক্তি’র ভবিষ্যত নিয়ে প্রশ্ন তোলেন তিনি ওই সাক্ষাৎকারে। ২০১০ সালে রাশিয়ার সঙ্গে ওই চুক্তি করেন ওবামা।
ওবামা প্রশাসনের প্রতি ইঙ্গিত করে ট্রাম্প বলেন, তারা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। দেখা যাক, আমরা রাশিয়ার সঙ্গে কিছু ভালো চুক্তি পারি কিনা। যেমন একটা বিষয় হতে পারে উল্লেখযোগ্য পরিমাণে পরমাণু অস্ত্র কমানো।
ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেন, নিষেধাজ্ঞার কারণে রাশিয়া এ মুহূর্তে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে; কিন্তু আমি মনে করি কিছু একটা হতে পারে যা থেকে বিপুল সংখ্যক মানুষ লাভবান হবে।
ইউক্রেন ইস্যুতে রাশিয়ার জড়িত থাকার অভিযোগ তুলে আমেরিকা ও তার ইউরোপীয় মিত্ররা মস্কোর ওপর কয়েকদফা কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
আরো পড়ুন
আবারও পড়ে গেলেন জো বাইডেন
সশস্ত্র গোষ্ঠীতে যোগ দিচ্ছেন মিয়ানমারের সৈন্যরা
আরব আমিরাতে ফার্নিচার কারখানায় আগুন, ৩ বাংলাদেশির মৃত্যু