মে ৩০, ২০২৩ ৩:২৪ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

মালয়েশিয়ায় ‘ঈদ উৎসব’ এ ফেরদৌস-পূর্ণিমা

আগামী ৩০ জুন মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ‘ঈদ উৎসব’। এই অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছেন বড় পর্দার তারকা ফেরদৌস ও পূর্ণিমা।

এছাড়াও এ অনুষ্ঠানে অংশ নেবেন আইয়ুব বাচ্চু,ইমরান,মিলা,আবু হেনা রনি ও ইয়াজমিন আজিজ।

জানা গেছে, আগামীকাল ২৮ জুন সন্ধ্যার ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশ্য রওনা করবেন তারা। এজিডি পিকচার্স আয়োজিত এ অনুষ্ঠানটি ৩০ জুন বিকাল ৪ টা থেকে চলবে রাত ১১ টা পর্যন্ত। মালয়েশিয়ার হাংতুয়ায় স্টার এক্সপো কে ডব্লিউ সি মলে অনুষ্ঠিত হবে এ ঈদ উৎসব।

অনুষ্ঠানটির উপস্হাপনা করবেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা। মালয়েশিয়ার প্রবাসী বাঙালীরা উপভোগ করবেন অনুষ্ঠানটি। এর জন্য অনুষ্ঠানের টিকিট সংগ্রহ করতে হবে।

ভিআইপি টিকিটের মূল্য ২০০ আরএম,গোল্ড ১০০ এম এবং সিলভার টিকিটের মূল্য নির্ধারিত করা হয়েছে ৫০ আরএম।

আরও পড়ুন

error: Content is protected !!