জুন ৫, ২০২৩ ৪:১৪ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

ভূমিকম্পে কেঁপে উঠলো মিয়ানমার

ভূমিকম্পে কেঁপে উঠেছে মিয়ানমারের উত্তরাঞ্চলীয় মান্দালে এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৯। আবহাওয়া বিভাগ এ কথা জানিয়েছে। খবর সিনহুয়া।

স্থানীয় সময় সোমবার মধ্যরাতে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল সিঙ্গু থেকে ৯.৬ কিলোমিটার উত্তরপূর্বে ভূ-পৃষ্ঠের ৫ কিলোমিটার গভীরে।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

২০১৬ সালের ২৪ আগস্টে মিয়ানমারে আঘাত হানা ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে শিশুসহ তিনজন মানুষ নিহত হয়। সেদিনের ভূমিকম্পটি মিয়ানমার ছাড়াও বাংলাদেশেও অনুভূত হয়েছিল। দেশটির প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর সূত্রে জানা গিয়েছিল, ওই ভূমিকম্পে দেশটির বাগান শহরের অন্তত ৬৬টি বৌদ্ধ মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছিল।

আরও পড়ুন

error: Content is protected !!