মার্চ ২৭, ২০২৩ ১০:৫৪ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

বাংলাদেশ সোসাইটির নির্বাচন: কামাল-রুহুল প্যানেল বিজয়ী

বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কামাল-রুহুল পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছে।

স্থানীয় সময় রোববার প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ টিপু সুলতান এই ফল ঘোষণা করেন।

ফল ঘোষণার পর বিজয়ী সভাপতি কামাল আহমেদ বলেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, স্থায়ী শহীদ মিনার নির্মাণ, বাংলাদেশ ডে প্যারেড আয়োজন, বাংলা স্কুল পুনঃরায় চালু, নবাগত প্রবাসীদের বাসস্থান ও চাকরির সহায়তা প্রদান করার যেসব প্রতিশ্রুতি আমরা দিয়েছি, তা বাস্তবায়ন করব।

পরাজিত সভাপতি প্রার্থী আজমল হোসেন কুনু বলেন, ভোটাররা যাদের চেয়েছেন, তারা বিজয়ী হয়েছেন। আমরা এ ফলাফল মনে নিয়ে তাদের সহযোগিতা করব।

কামাল-রুহুল প্যানেলের বিজয়ী প্রার্থীরা হলেন- সভাপতি পদে কামাল আহমেদ, সিনিয়র সহ সভাপতি পদে আবদুর রহিম হাওলাদার, সহসভাপতি পদে আ. খালেক খায়ের, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ রুহুল আমিন সিদ্দিকি, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ আলী, সহ- সাধারণ সম্পাদক পদে সৈয়দ এমকে জামান, সাংগঠনিক সম্পাদক পদে আবুল কালাম ভুইয়া, সাংস্কৃতিক সম্পাদক পদে মনিকা রায়, সমাজকল্যাণ সম্পাদক পদে নাদির এ আইয়ুব, সাহিত্য সম্পাদক পদে নাসির উদ্দীন আহমদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক পদে মোহাম্মদ এম হোসেন, স্কুল ও শিক্ষাবিষয়ক সম্পাদক পদে আহসান হাবিব, প্রচার সম্পাদক পদে সিরাজুল হক জালাল এবং কার্যকরী পরিষদ সদস্য পদে মোহাম্মদ সাদি মিন্টু, আবুল কাসেম চৌধুরী, ফারহান চৌধুরী, মোহাম্মদ আজাদ বাকির, মাইনুদ্দীন মাহবুব ও মইনুল ইসলাম।

আরও পড়ুন

error: Content is protected !!