যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন রুবেল (২৭) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় রোববার (৬ ডিসেম্বর) নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সাইকেলে করে পণ্য ডেলিভেরির কাজ করতেন জাকির। কয়েকদিন আগে পণ্য ডেলিভেরির কাজ করার সময় দুর্ঘটনায় আহত হন। পরে তাকে বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রোববার মারা যান তিনি।
তার অকাল মৃত্যুতে নিউইয়র্ক প্রবাসীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
নিউইয়র্কের সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তারা জাকির হোসেন রুবেলের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
জাকির হোসেন রুবেলের দেশের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার কাশারপাড় ইউনিয়নের কালারিতা গ্রামে।
আরো পড়ুন
অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরির সুযোগ
কোন অ্যাপ সবচেয়ে নিরাপদ ?
যে ৫ খাবারে পুরুষের প্রজনন ক্ষমতা বাড়ে