নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নিউইয়র্ক প্রবাসী বৃহত্তর নোয়াখালীবাসী। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। ৫ অক্টোবর, সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিন চার্চ ম্যাক ডোনাল্ডে মানববন্ধনে শত শত প্রবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বেগমগঞ্জের একলাশপুরে অসহায় নারীর ওপর বর্বরোচিত নির্যাতন বৃহত্তর নোয়াখালীকে কলঙ্কিত করেছে। ধর্ষকের কোনো দল নেই। ধর্ষকের পরিচয় শুধু ধর্ষক। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আইন করতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান তারা।
ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত বিক্ষোভ ও মানববন্ধনে বক্তব্য রাখেন- অ্যাডভোকেট মোহাম্মদ আবুল বাশার, শাহজাহান সাজু, রহমত উল্লাহ, মো. বাবলু, সালাহ উদ্দিন রুবেল, মেহেদী হাসান, আরমান হোসেন, শাহাদাত হোসেন আপন, রাইমুল ইসলাম প্রিন্স, নাজমুল আলম নাঈম, মুনীর হোসেন সৌরভ, নুরুল ইসলাম, শহীদ হোসেন, শফিকুল হায়দার সম্রাট, মো. আলী হাসান ও মাহমুদুল হাসান।
আরো পড়ুন
সীমান্তে নেপাল পুলিশের গুলিতে ভারতীয় যুবক নিহত
বনানীতে চিরনিদ্রায় শায়িত এইচ টি ইমাম
আফগানিস্তানে তিন নারী সাংবাদিককে গুলি করে হত্যা