লেবু
লেবুর অ্যাসিডিক ধরন ত্বকের ক্ষতির কারণ হতে পারে। তাই এটি সরাসরি ব্যবহার না করে সামান্য পরিমাণে প্যাকের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন।
টুথপেস্ট
ত্বকে সরাসরি টুথপেস্ট ব্যবহার করবেন না। র্যাশ বা ত্বক ফুলে যাওয়ার কারণ হতে পারে এটি।
বেকিং সোডা
ত্বকে বেকিং সোডা সরাসরি লাগালে ক্ষতিগ্রস্ত হতে পারে কোষ। বিশেষ করে সংবেদনশীল ত্বকে কোনওভাবেই এটি ব্যবহার করবেন না।
ভিনেগার
আপেল সিডার ভিনেগার হোক কিংবা সাদা ভিনেগার, পানির সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন ত্বকে। সরাসরি ব্যবহার করবেন না।
চিনি ও লবণ
চিনি অথবা লবণ সরাসরি ত্বকে লাগাবেন না। এগুলো ত্বকের ক্ষতির কারণ হতে পারে।
তথ্য: টাইমস অব ইন্ডিয়া
আরো পড়ুন
আপনার স্মার্টফোনে সঠিক চার্জার ব্যবহার করছেনতো ?
নিজেকে আত্মবিশ্বাসী করে গড়ে তোলার উপায়
ত্বকের উজ্জ্বল ফুটিয়ে তুলুন কমলা ও কলার ফেসপ্যাকেই