এপ্রিল ২৫, ২০২৪ ৮:০৪ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ঘরোয়া যত্নেই বন্ধ করুন চুল পড়া

১ min read

ঘরোয়া যত্নেই বন্ধ করা যায় চুল পড়া। রেগুলার শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে নিন রসুনের মিশ্রণ। সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহারেই মিলবে ফল।

যেভাবে বানাবেন গার্লিক শ্যাম্পু

  • ১০ থেকে ১৫টি রসুনের কোয়া খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিন।
  • সামান্য পানি দিয়ে ব্লেন্ড করুন রসুন। ক্রিমি হওয়া পর্যন্ত ব্লেন্ড করবেন।
  • রসুনের পেস্টের সঙ্গে ১ টেবিল চামচ অলিভ অয়েল মেশান।
  • কয়েক ফোঁটা পিপারমিন্ট অয়েল ও কয়েল ফোঁটা টি ট্রি অয়েল মেশান।
  • এক বোতল শ্যাম্পুর মধ্যে রসুনের মিশ্রণটি মিশিয়ে নিন।
  • রেগুলার শ্যাম্পুর বদলে ব্যবহার করুন এই গার্লিক শ্যাম্পু।

গার্লিক শ্যাম্পু ব্যবহার করবেন কেন?

  • চুল পড়ার জন্য দায়ী ব্যাকটেরিয়া দূর করে রসুন।
  • চুল ঘন ও উজ্জ্বল করে।
  • খুশকি দূর করে।
  • চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে চুল দ্রুত বাড়ে।
  • চুলের ভেঙে যাওয়া প্রতিরোধ করে।

-স্টাইল ক্রেজ

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!