মার্চ ২৯, ২০২৪ ২:৪৮ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

সংসদে যাচ্ছে গণফোরাম!

১ min read

সংসদে যাচ্ছে গণফোরাম। এমনটিই ইঙ্গিত দিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্ট সাত আসনে জয় পায়। ঐক্যফ্রন্টের অন্যতম শরিক গণফোরাম দুই আসনে জয় পায়। এর মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে সুলতান মনসুর এবং গণফোরামের নিজস্ব প্রতীক উদীয়মান সূর্য নিয়ে মোকাব্বির খান নির্বাচিত হন। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ পাঁচজন নির্বাচিত হন। বিএনপির এ পাঁচজনকে রেখেই গণফোরামের দুই সদস্য এমপি হিসেবে শপথ নিচ্ছেন বলে ইঙ্গিত দিয়েছেন ড. কামাল।

শনিবার (৫ জানুয়ারি) রাজধানীর শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে গণফোরামের বর্ধিত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ ইঙ্গিত দেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, ‘সুনির্দিষ্ট আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নেব। আমার নিজের ধারণা, সংসদে যাওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেয়া হবে।’

তিনি বলেন, ‘আমরা নির্বাচন প্রত্যাখ্যান করেছি ঠিকই কিন্তু আমাদের প্রার্থীরা বিরোধী দল থেকে জয়লাভ করেছেন। এটা তাদের জন্য অনেক বড় অর্জন। যে প্রতিযোগিতার মধ্য দিয়ে তারা নির্বাচনে জয়লাভ করেছেন এ জন্য আমি তাদের অভিনন্দন জানাই। আমি আবারও বলছি তাদের সংসদ যাওয়ার বিষয়ে আমার চিন্তাধারা ইতিবাচক।’

bnp

সংসদে যাওয়ার সিদ্ধান্তের মাধ্যমে ঐক্যফ্রন্টের দ্বিধা-বিভক্তি হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মনে করি না আমাদের মধ্যে এমন কিছু হবে।’

ঐক্যফ্রন্ট থাকবে কি-না জানতে চাইলে কামাল হোসেন বলেন, ‘আমরা ঐক্যফ্রন্ট রাখার জন্যই করেছি। নীতিগতভাবে আমি বিশ্বাস করি ঐক্যফ্রন্টের মধ্য দিয়ে সরকারকে চাপ সৃষ্টির সুযোগ রয়েছে। নীতিগতভাবে আমরা ঐক্যফ্রন্ট রাখার পক্ষে।’

আন্দোলনের বিষয়ে তিনি বলেন, ‘আমরা তো আন্দোলন করেই যাচ্ছি। জনমত গঠন করাও এক ধরনের আন্দোলন। নির্বাচন প্রত্যাখ্যান করাও এক ধরনের আন্দোলন। এ আন্দোলন অব্যাহত থাকবে। আন্দোলন আরও তীব্র হতে পারে।’

নির্বাচনে অনিয়মের বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচনে অনিয়মের বিষয়ে আমাদের দলিল দস্তাবেজ অবশ্যই আছে। গুরুতর অপরাধগুলো নিয়ে আমরা আইনগত ব্যবস্থা নিতে পারি। সাধারণত রাজনৈতিক বিষয়ে এত মামলা হয় না, বেশি মামলা করা উচিতও না। তবে গুরুতর অপরাধ থাকলে আমরা সেগুলো বিবেচনা করে মামলা করব।’

জামায়াত আছে জানলে ঐক্যফ্রন্ট করতেন না বিদেশি পত্রিকায় দেয়া এমন সাক্ষাৎকারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি জেনেছি যে জামায়াত ঐক্যফ্রন্টে নেই তারা ২০ দলে আছে।’

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!