‘নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়া হবে’
১ min read
আগামী জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। তিনি বলেছেন, ‘নির্বাচন হবে কি-না আমরা জানি না। একটি দল পাঁচ দফা দিয়েছে। বর্তমান সংবিধান অনুযায়ী, তা মানা সম্ভব নয়। এ অবস্থায় আগামী দিনগুলো নিয়ে শঙ্কা রয়েছে। সুষ্ঠু নির্বাচন নিয়েও শঙ্কা রয়েছে।’
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশে এসব কথা বলেন এরশাদ।
তিনি বলেন, ‘আমরা সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা চাই। নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে।’
জাতীয় পার্টি নির্বাচন পদ্ধতির পরিবর্তন করতে চায় উল্লেখ করে এরশাদ বলেন, ‘দেশের প্রত্যেকটি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। আমরা নির্বাচন পদ্ধতির পরিবর্তন করতে চাই। ’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিজের জীবনের শেষ নির্বাচন উল্লেখ করে এরশাদ বলেন, ‘আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়া হবে। আমি জোটের সবাইকে প্রার্থী তালিকা দিতে বলব। তবে দলের চেয়ে প্রার্থীর যোগ্যতা বেশি হতে হবে।’