সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন গ্রেফতার
১ min read
বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে বলে দাবি করেছে তার পরিবার।
২২ নভেম্বর, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে চট্টগ্রামের চকবাজার এলাকার একটি বাসা থেকে মিলনকে গ্রেফতার করা হয়।
২৩ নভেম্বর, শুক্রবার মিলনকে চট্টগ্রাম থেকে চাঁদপুর আনা হয় বলে জানান জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহসভাপতি ও মিলনের সহধর্মিণী নাজমুন নাহার বেবী।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলনের বিরুদ্ধে চাঁদপুরের আদালতে ২৮টি মামলা বিচারাধীন। সম্প্রতি একটি মামলায় তার আদালতে হাজির হওয়ার কথা ছিল।